শেরপুর: গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত স্বর্ণা আক্তার (৫) নামে একটি শিশুকে শেরপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ১২ সেপ্টেম্বর সকালে স্বর্ণাকে বাসায় রেখে কর্মস্থলে (পোশাক কারখানা) যান তার বাবা-মা। বাসা খালি পেয়ে স্থানীয় আলমগীর হোসেন ও ছামাদ নামে দুই ব্যক্তি বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেন তারা। স্বর্ণার বাবা বিষয়টি র্যাবকে জানালে তারা মোবাইল ফোন ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়। এরপর র্যাবের তিনটি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের বাজিতখিলা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আগেই পালিয়ে যান। তাদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসআই