ঢাকা বিশ্ববিদ্যালয়: অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা অবনমনের প্রতিবাদ, স্বতন্ত্র বেতন স্কেলসহ চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পুর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে বিকেল ৫টা পর্যন্ত।
শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সরকার আমাদের কোনো দাবি মেনে না নিয়ে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে। তাতে আমাদের আপত্তি রয়েছে। যেহেতু অর্থমন্ত্রীর কাছে আগে আমরা সুবিচার পাইনি,আগামীতেও তা পাব না।
তিনি আরও বলেন, এ কমিটিতে সরকারের বেশকিছু সিনিয়র মন্ত্রী রয়েছে, যারা শিক্ষাবান্ধব। তবে বেশকিছু সরকারের আমলাও রয়েছেন, যারা অতীতে শিক্ষকদের নিয়ে বিষাদাগার করেছেন। তাই বেতন বৈষম্য কমিটিতেও আপত্তি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএ/আরএম