ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধসহ অবকাঠামো মেরামতে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ দ্রুত শেষ করতে গঠন করা হয়েছে পাঁচটি জরুরি আপদকালীন কাজ নিরূপণ কমিটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জনানো হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অবকাঠামো মেরামতের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাগিদ দেওয়া হয়েছে এসব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রণালয়ের হিসাব মতে, চলতি বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কপোতাক্ষ নদের প্লাবনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা ও খুলনাসহ ৩৩টি জেলায় বন্যা দেখা দেয়। যে কারণে পাউবোর অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য পাউবোর ৩৩টি বিভাগে মোট ৬৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরি আপদকালীন কাজ নিরূপণ কমিটির সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে শুরু হয়েছে মেরামত কাজ।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিডবেস সেটআপ এবং নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া পলি জমে যাওয়া নদীগুলোর প্রবাহ ঠিক রাখার জন্য চলমান ড্রেজিং কার্যক্রম বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, সেলিনা জাহান লিটা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএম/এএ