ফরিদপুর: পুলিশ সহযোগিতা করছে না এ রকম এক ঠুনকো কারণে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হচ্ছে না এ বছর। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পূজার দিন এ নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত বছরের মতো এবারও বাইচ না হওয়ায় এ অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভাঙ্গায় বিশ্বকর্মা পূজার দিন এ নৌকা বাইচের আয়োজন করা হচ্ছিল গত শতবর্ষ ধরে। বাইচকে ঘিরে ভাঙ্গাসহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় গ্রামীণ মেলা বসতো। গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বিরাজ করতো। আত্মীয়-স্বজনেরা বাইচ উপলক্ষে বেড়াতে আসতেন।
আগে ভাঙ্গা বাজার বণিক সমিতি এ বাইচের আয়োজন করতো। ২০০২ সাল থেকে ভাঙ্গা পৌরসভা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। তবে দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের অজুহাতে ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছর এ নৌকা বাইচ হতে পারেনি। এর পর ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছর নৌকা বাইচ আয়োজিত হয়।
গত বছর মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত হরতাল আহ্বান করায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হতে পারেনি।
এবার বাইচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় উপজেলা পূজা উদযাপন পরিষদকে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মালো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে বাইচ আয়োজনের জন্য অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। যদিও পরেরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাইচ আয়োজনের জন্য অনুমতি দেন জেলা প্রশাসক।
এরপর সময়ের স্বল্পতার কথা বলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বাইচ আয়োজনে সহায়তা করতে অপারগতা প্রকাশ করেন। ফলে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের এ বছর ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের আয়োজন বন্ধ করে দিতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, বাইচ আয়োজনে জেলা প্রশাসন অনুমতি দিয়েছিল। কিন্ত ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম কুমার নদের কচুরিপানা পরিস্কার করা, নদ থেকে মাছ ধরার ফাঁদ অপসারণ করা ও প্রয়োজনীয় দুইশ’ পুলিশ এত অল্প সময়ে সংগ্রহ করা সম্ভব নয় বলে জানালে ঐতিহ্যবাহী নৌকা বাইচটির আয়োজন বন্ধ করে দিতে হয়।
তবে নৌকা বাইচ বন্ধ হওয়ার কারণ ওসি নাজমুল ইসলাম বললেন অন্য কথা। ‘নৌকা বাইচ বন্ধ হয়ে গেছে নানাবিধ কারণে’ মন্তব্য করে ওসি বলেন, কমিটির মধ্যেও দ্বন্দ্ব এবং মতপার্থক্যের কারণে এ বছর এ নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে না।
স্থানীয় লোকজনও ওসির কথা সমর্থন করে বলেছেন, ফরিদপুর-৫ (ভাঙ্গা) আসনে এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নিক্সন চৌধুরী এমপি নির্বাচিত হয়েছেন। পরে উপজেলা পরিষদের নির্বাচনেও নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই এই দুই নেতার সমর্থকদের মধ্যে প্রায় সময়ই দ্বন্দ্ব-ফ্যাসাদ লেগে রয়েছে। তাদের দ্বন্দ্বের কারণেই বাইচ হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসআর