ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় প্রতিবন্ধী-অটিজম শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
চান্দিনায় প্রতিবন্ধী-অটিজম শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ও অটিজম শিশুদের মধ্যে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ছয়টি হুইল চেয়ার, ১৫ জোড়া স্কেটচ ও ছয়টি হিয়ারিং মেশিন রয়েছে।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপেপের মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের অটিজম শিশুদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ (এমপি)।

এর আগে মানসম্মত শিক্ষা, আমাদের অঙ্গীকার এ স্লোগানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুনেছা, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।