ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রিশালে গাঁজাসহ দুইজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ত্রিশালে গাঁজাসহ দুইজন আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া-ধলা সড়কের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন পারভেজ (২৩) ও আলমগীর (১৯)। তাদের দু’জনের বাড়িই কুমিল্লা জেলায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় টহলরত পুলিশ একটি গাড়ির গতিরোধ করে তল্লাশি করতে চাইলে গাড়িতে থাকা দুই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়।

এসময় তাদের গাড়ি তল্লাশি করে দুই বস্তায় রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।