ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

নঈম নিজামের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
নঈম নিজামের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফেনী প্রেস ক্লাবের সামনে বন্ধু প্রতিদিনের ব্যানারে সভা, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা।



প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ফেনী প্রতিনিধি জমির বেগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফেনী রিপোটার্স ইউনিটি সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক যতন মজুমদার, বন্ধু প্রতিদিন ফেনী জেলা আহ্বায়ক শেখ ফজলে ইমাম রকি, সাংবাদিক কামাল উদ্দিন ভূঁইয়া, রবিউল হক রবি, আসাদুজ্জামান দারা, দিলদার হোসেন স্বপন, আবু তাহের ভূঁইয়া, শেখ ফরিদ উদ্দিন আত্তার, এনএন জীবন, সাঈদ খান, জাহাঙ্গীর ও মুহিববুল্লাহ ফরহাদ প্রমুখ।

সাংবাদিকরা শিগগিরই বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানান।  

গ্রেফতারি পরোয়ানা বাতিল না হলে ফেনীর সাংবাদিকরা কঠোর আন্দোলন কর্মসূচি দিবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা আরো বলেন, প্রকাশিত সংবাদের ভিত্তিতে যে মামলা করা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত। এটা মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী, পেশাদারিত্বের জন্য হুমকি।

সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি পুনঃবিবেচনার জন্য ফেনীর সাংবাদিকরা আদালতের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।