খুলনা: খুলনায় নির্মাণাধীন ভবনের মাল বহনকারী ট্রাকের ধাক্কায় দেয়াল চাপা পড়ে দুলাল হোসেন (৫৫) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর রয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নগরীর রয়েল হোটেল ও প্রিন্স হাসপাতালের মাঝখানে এরিস্ট গোল্ড এ্যাসেড বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের পাথর ও বালুসহ অন্যান্য মাল নিয়ে একটি ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০০২৬) আসে। মাল নামিয়ে ট্রাকটি ফিরে যাওয়ার সময় ধাক্কা লেগে পাশ্ববর্তী দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে দুলাল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মো. কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআরএম/টিআই