বগুড়া: বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যাদুর্গত ১২৮টি পরিবারকে এক হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ সহায়তা দেন।
পরে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় আরও ছিলেন, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার, কলেজের অভিভাবক সদস্য ডা. শাহজাহান আলী, সাইরুল ইসলাম, কুদরত-ই খোদা জুয়েল, শিক্ষক আবদুল করিম, কাজী মঞ্জুরুল হক, উৎপল আকাশ, ওলিউল আলম ও বিশ্বনাথ সরকার প্রমুখ।
পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রকৃতি সৃষ্ট বিপদ ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। একে-অপরকে সহযোগিতা করতে হবে। তবেই সহজ হবে বিপদ মোকাবেলা। সহযোগিতার মনোভাব নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
বর্তমান সরকারও বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা করতে যথেষ্ট সচেষ্ট রয়েছে। এরপরও বিত্তশালীদের সাধ্যানুযায়ী এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/এএ