ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মহেশপুরে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ আছিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদফতর নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর কাঁঠাল বাগানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



আছিয়া ওই এলাকার আব্দুল হামিদ মণ্ডলের স্ত্রী।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, আছিয়া খাতুন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতর নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা সন্ধ্যায় শ্যামপুর কাঁঠাল বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৯৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।