ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সিলেটে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি ছবি : প্রতীকী

সিলেট: সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দিনে দুপুরে বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপশহর এইচ ব্লকের ২নং বাসায় এ ঘটনা ঘটে।



বাসার লোকজনের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, ৪টি মোটরসাইকেলে আসা ৭/৮ জন যুবক ডিবি পুলিশ পরিচয়ে কৃষি ব্যাংকের কর্মকর্তা হাজিবুর রহমানের বাসায় কলিং বেল চেপে দরজা খোলান। এরপর বাসায় ঢোকার পর সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যান। যুবকদের হাতে লাঠি ও ওয়াকিটকি ছিল বলে জানান বাসার বাসিন্দারা।

মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, অতিরিক্ত কমিশনারসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুলিশের বেশ কয়েকটি টিম অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।