ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ

ঢামেকে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ঢামেকে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আসামি শওকত (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে ৮৭ শতাংশ দগ্ধ শওকত মারা যান।



দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দগ্ধ আসামি সাদ্দাম (২৫), নাজিম (৪০), শওকত (৩০), আবদুস শুকুর (৫০), বশির (৩৫) এবং পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৫), কনস্টেবল আনোয়ার (৩৮), শরীফুল (৩২) ও নুরুল হাসানকে (৩৮) ঢামেক হাসপাতালে আনা হয়।

এ ঘটনায় দগ্ধ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল শরীফুল বাংলানিউজকে জানান, ১৪ সেপ্টেম্বর আসামি ধরতে কুমিল্লা যান তারা। বুধবার রাতে সেখান থেকে আসামি নিয়ে ঢাকায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার সহকর্মী আবদুল আজিজের মৃত্যু হয়। গাড়িতে ৫জন আসামি ছিলেন বলে জানান তিনি।

এ ঘটনায় আসামি সাদ্দামের শরীরের ১৮ শতাংশ, নাজিমের ৩৩ শতাংশ, আবদুর শুকুরের ২৮ শতাংশ, বশিরের ২৭ শতাংশ, এসআই আবদুল মালেকের ৩৮ শতাংশ, শরীফুলের ৪ শতাংশ, আনোয়ারের ৫ শতাংশ এবং নুরুল হাসানের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।