ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

২০১৯ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
২০১৯ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৪২ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো ১৬শ’ মেঘাওয়াট। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তা উন্নীত করেছে ৪ হাজার ৩শ’ মেঘাওয়াটে। এরপর বিএনপি ক্ষমতায় এসে উন্নতি নয়, তা কমিয়ে এনেছেন ৩ হাজার ৪শ’ মেঘাওয়াটে। বর্তমান সরকার ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে করেছে ১১ হাজার মেঘাওয়াট। যা বিগত কোনো সরকার ১শ’ বছরেও করতে পারেনি।

এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে বিশ্বের মাঝে ভূমিকা রাখায় পুরস্কৃত হচ্ছেন। বিপরীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মকাণ্ডে আমাদের মুখে চুনকালি মাখতে হয়েছে। তিনি সবাইকে বিদ্যুতের অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান।

চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খানজাহান আলী কালুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর-২ অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. আবু তাহের।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।