ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাটগুলোতে পশুর সংকট হবে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
হাটগুলোতে পশুর সংকট হবে না মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক

ঢাকা: কোরবানির জন্য গড়ে ওঠা হাটগুলোতে পশুর কোনো সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপদ মাংস উৎপাদনে প্রাণিসম্পদ অধিদফতরের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

ছায়েদুল হক বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে খামার পর্যায়ে কোরবানি উপযোগী ৪০ লাখ গরু ও ৬৯ লাখ ছাগল প্রস্তুত রাখা হয়েছে। ফলে কোরবানির পশুর কোনো সংকট হবে না।

মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে খামারিদের তালিকা তৈরি করা হয়েছে। এসব খামারিরা কেবল কোরবানি নয়, সারাবছর নিরাপদ গো-মাংস উৎপাদন নিশ্চিতে সহযোগিতা করবেন।

ছায়েদুল হক আরও বলেন, কেউ গরু হৃষ্টপুষ্ট করতে স্টেরয়েড হরমোন প্রয়োগ করে ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সারাদেশে ৪৯৪টি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. অজয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা পিএইচডি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম। সারাদেশের প্রাণিসম্পদ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।