ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ১২ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বেনাপোল সীমান্ত থেকে ১২ নারী-পুরুষ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।


 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের পুটখালী থেকে তাদের আটক করা হয়।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পথে নারী-পুরুষ ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছে। পরে, বিজিবির সদস্যরা ওই সীমান্তে অভিযান চালায়। এসময় পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ১২ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

এদের মধ্যে ভারত থেকে ফেরার সময় আটক হয়, ফরিদপুরের সদরপুর উপজেলার নারায়ণ চন্দ্রের ছেলে নির্মল কুমার (৩৭),পটুয়াখালীর খলিমখালী এলাকার সুবেশ নাথের ছেলে সম্ভু রায় (৪০), সম্ভু নাথের স্ত্রী তমা দেব নাথ (২৭), মেয়ে অর্গদেব নাথ (০৫), সুবল দেব নাথের ছেলে মিঠু দেবনাথ (৩০), ছেলে যুগদেব নাথ (১০), ঢাকা নারায়ণগঞ্জের শেখ শফিকের ছেলে আলাউদ্দিন (২০) ও মানু (৫০)।

অন্যদিকে, পৃথক আর একটি অভিযানে ভারতে প্রবেশের চেষ্টকালে আটক হয়, সাতক্ষীরার সোনাবাড়িয়া এলাকার সিরাজুলের ছেলে ওসমান শেখ (২৯), খুলনা রুপসা এলাকার জব্বারের ছেলে লিয়াকত (৩৫), লিয়াকতের স্ত্রী আরজিনা (২৮) ও যশোরের ঠাকুর দাসের ছেলে সুকেন্দ্র নাথ (২২)।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি ধারা) মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে, ঈদ ও পূজাকে সামনে রেখে বেনাপোল সীমান্ত পথে ব্যাপক হারে অবৈধ পারাপার বেড়েছে। প্রতিদিন এ সীমান্ত পথে অন্তত ২/৩ শতাধিক নারী, পুরুষ পারাপার হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ বিজিবি ও পুলিশের সঙ্গে অবৈধ চুক্তিতে স্থানীয় পাচারকারীরা এসব পারাপারে সহযোগিতা করে আসছে।

বুধবারও (১৬ সেপ্টম্বর) বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারের সময় ১৩ বাংলাদেশিকে আটক হয়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।