রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চারঘাট ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এ কারাদণ্ড প্রদান করেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দেশি চোলাই মদ তৈরির ১০ হাজার লিটার উপকরণ ধ্বংস ও ১৫ লিটার চোলাই মদসহ লক্ষ্মীপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী গনজেরা বেগমকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএস/আরএম