ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে চিকিৎসক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সিলেটে চিকিৎসক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

সিলেট: সিলেটে হাসপাতালের চিকিৎসক কর্তৃক এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চিকিৎসক আব্দুল হালিম বিশ্বনাথের কামালবাজারের তালিবপুরে অবস্থিত রাবেয়া বানু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার।

তবে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কামালবাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী অসুস্থতার কারণে তার মাকে সঙ্গে নিয়ে ওই হাসপাতালে যান। চিকিৎসক আব্দুল হালিম পরীক্ষার নামে ছাত্রীর মাকে বাইরে পাঠিয়ে ছাত্রীকে শয্যাশায়ী করে শ্লীলতাহানি করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই ছাত্রীর বাবা বাংলানিউজকে জানান, স্থানীয় একটি মহল ঘটনাটি সমাধানে উদ্যোগ নিয়েছে। শুক্রবার সকাল ১০টায় বৈঠক হওয়ার কথা। বৈঠকে কোনো সুরাহা না হলে তিনি মামলায় যাবেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। তবে মেয়ের বাবা বলেছেন এখন অভিযোগ দেবেন না।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান ওসি রফিকুল হোসেন।
   
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।