সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দক্ষিণ বয়ড়া গ্রামে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিজানুর রহমান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও ধুল বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
তার বাবা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, বিকেলে মিজানুর তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেয়ে এক তাঁত শ্রমিক তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এটি