ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সলঙ্গায় প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় একটি প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা ফুড কর্নার এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটক ছিনতাইকারীরা হলেন, চাঁদপুরের মতলবের মমিনপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে খোকন (৪০) ও একই জেলার হামাইচর উপজেলার চর ভৈরবী গ্রামের ইউনুছ ফকিরের ছেলে ফারুক (৩০)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় ওই যাত্রীর কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। পরে সেতুর পূর্বপাশের রেলস্টেশন এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান দুই ছিনতাইকারী। পরে যাত্রী রফিকুল অপর একটি লেগুনার চালক ও স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। এক পর্যায়ে হাটিকুমরুল এলাকায় পুলিশের বেরিকেড দেখে প্রাইভেটকারটি নিয়ে উল্টো দিকে যাত্রা করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

আটক ছিনতাইকারীদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।