ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে স্কুল সরকারিকরণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ঝালকাঠিতে স্কুল সরকারিকরণের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ৭৫ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও মিছিল করেন তারা।



এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক পিরু, প্রধান শিক্ষক শামসুল হক, শ্যামল সরকার ও প্রাক্তন ছাত্র সাংবাদিক কাজী খলিলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শহরের ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১১শ’ শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। অনেক আগ থেকেই বিদ্যালয়টি সরকারিকরণের দাবি ওঠে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় সরকারি করা হচ্ছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়টি সরকারিকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। না হলে এরপর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।