বরগুনা: ‘সুখী স্বদেশ গড়তে চাই, আয় করের বিকল্প নাই, সমৃদ্ধি ও সোনালি দিন আনতে হলে আয়কর দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।
সহকারী কর কমিশনার আজিজুল হক মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক পিপিএম, বরগুনা জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/টিআই