বেনাপোল (যশোর): যশোরের শার্শার বেনাপোল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নতুনপাড়া এলাকায় ২৮টি দরিদ্র পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এসময় বাড়িতে বিদ্যুতের আলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এসব পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মানোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সালেহ আহম্মেদ মিন্টু প্রমুখ।
স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের প্রচেষ্টায় গত এক বছরে শার্শা উপজেলাধীন বিভিন্ন এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে প্রায় পনের শ’ নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা,সেপ্টম্বর ১৭, ২০১৫
এএটি/আইএ