ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সামসুদ্দিন সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জুয়েল ঢালী, সুজল ঢালী, সাইদুল সরদার, মাহফুজা বেগমের নাম জানা গেছে। এর মধ্যে জুয়েল ঢালী ও সুজল ঢালীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানান, রুদ্রকর গ্রামের আজহার ঢালীর সঙ্গে একই এলাকার জালাল সরদার ও নুরু সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে জালাল সরদার ও নুরু সরদার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ঘর তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের  মধ্যে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে জুয়েল ঢালী ও সুজল ঢালীকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পালং থানার উপ পরিদর্শক (এসআই) এমারৎ হোসেন বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।