ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে পৃথক সড়ক দ‍ুর্ঘটনায় এক পথচারী নিহত ও সিএনজি চালিত অটোরিকশার ৫ আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ ও বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণ পূর্ব পাশে শেফা হাসপাতালের সামনে ফেনীগামী (ফেনী-থ/১১-৩৫৩১) সিএনজি চালিত আটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিলে আটোরিকশার চালকসহ পাঁচ আরোহী আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) বিপুল দেবনাথ জানান, উল্টো পথে চলার কারণে অটোরিকশাটি দ‍ুর্ঘটনার কবলে পড়ে। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে দুপুরে উপজেলার নিজামপুর কলেজের পূর্ব পাশে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট/১৪- ৪২৬৫) ধাক্কায় ভবিরত তফন পাল (৩৮) নামে এক পথচারীর মারা গেছেন।

তফন ওয়াহেদপুর এলাকার মৃত মনিদ্র চৌধুরীর ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ত‍াকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।