ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলায় জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা এ দণ্ডের নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার খাওক্ষীর গ্রামের আব্দুর রশিদ খান (৪০), সাইদুর রহমান হাওলাদার (৩০), কালাম হাওলাদার, শ্রীরামপুরের ফারুক খান (৫০) ও হানিফ শেখ (৩৫)।
নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে উপজেলার শ্রীরামপুর বাজার সংলগ্ন একটি ঘর থেকে জুয়া খেলার সময় ওই পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এ সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টম্বর ১৭, ২০১৫
টিআই