ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আইনজীবীকে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ফরিদপুরে আইনজীবীকে কুপিয়ে আহত

ফরিদপুর: ফরিদপুর জজ কোর্টের এক আইনজীবীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত আইনজীবী নিউটন চৌধুরীকে (৩১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে পেশাগত কাজ শেষে কোর্ট থেকে ঝিলটুলীর নিজ বাড়িতে ফিরছিলেন নিউটন। ঝিলটুলীর অনাথের মোড় এলাকায় তিনজন যুবক এসে তাকে কুপিয়ে আহত করে।
    
আহত আইনজীবীর সহকর্মী অ্যাড. অলোকেশ রায় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, অনাথের মোড় এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে নিউটনকে বহনকারী রিকশাকে থামায়। এরপর একজন যুবক তাকে ক্ষুর জাতীয় একটি অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার সহকর্মী ও পরিবারের লোকজন এসে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।
   
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস জানান, আহত আইনজীবীর ক্ষতস্থানে ৪৫টির মতো সেলাই লেগেছে। তার পায়ে ও হাতে জখম আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।
   
আহত  আইনজীবীর মামা অ্যাড. ধনঞ্জয় বল জানান, নিউটন চৌধুরী আমার বাড়িতে থেকে আমার জুনিয়র আইনজীবী হিসাবে কাজ করছে। আমার জানা মতে কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। আহত অবস্থায় সে জানিয়েছে, হামলাকারী কাউকে সে চিনতে পারেনি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
  
আইনজীবী নিউটন চৌধুরীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তিনি ওই গ্রামের ক্ষিতিশ চন্দ্র চৌধুরীর পুত্র।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।