ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ২ গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মহেশপুরে ২ গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাফিজ আল আসাদ এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভবনগর গ্রামের লাল্টু মিয়া (৩৫) ও শ্রীনাথপুর গ্রামের জামাত আলী (৪৮)।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, মহেশপুর উপজেলা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ লাল্টু ও জামাতকে আটক করা হয়। পরে, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।