চাঁদপুর: চাঁদপুরে জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন “চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম” এর আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
বাংলা মেইল চাঁদপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর টাইমস্ এর সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল, বিডিনিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতনিধি আল-ইমরান শোভন, বাসস চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম জুয়েল, বিকালের খবর-এর সম্পাদক কেএম মাসুদ, ফোকাস বাংলা’র জেলা প্রতিনিধি বাদল মজুমদার, জিবিনিউজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান রানা, বিডিভিউ জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন প্রমুখ।
শিগগিরি সংগঠন পরিচালনার জন্য ১ বছর মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এটি