ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে কীটনাশক ব্যবসায়ী সমিতির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শেরপুরে কীটনাশক ব্যবসায়ী সমিতির সভা

শেরপুর: ‘সবাই দাঁড়াবে সবার পাশে, সুখ সমৃদ্ধি আসবে চাষে’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে স্থানীয় কৃষি ব্যবসায়ী নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারে হোটেল আয়সার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।



সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা রফিকুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আমনুল ইসলাম, জেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।