ঢাকা: রাজধানীর হাতিরপুলে শ্বশুরবাড়িতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার অচেতন দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরেরা জানান, তিনি আগেই আত্মহত্যা করেছেন।
পরে তার শ্বশুর স্বীকার করেন, তার জামাই আগেই আত্মহত্যা করেছেন। কিন্তু ভয়ে তিনি জানাননি।
ওই শিক্ষার্থীর নাম মো. শাকিল আহমেদ (২৪)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র বিবিএ’র শিক্ষার্থী। শাকিল রাজধানীর হাতিরপুলের ফ্রিস্কুল স্ট্রিটের শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
তার বাড়ি যশোর জেলার চৌগাছায়।
স্ত্রী ফারজানা মিশুর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘরে ঢুকে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, মরদেহ জরুরি বিভাগের মরচুয়ারিতে রাখা আছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/এবি