ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রা সুখকর করতে সমন্বিত উদ্যোগ

ইসমাইল হোসেন ও সাজেদা সুইটি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ঈদযাত্রা সুখকর করতে সমন্বিত উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে এবং জীবনের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়গুলো সমন্বিত উদ্যোগ নিয়েছে।

দু’টি বিকল্প সড়ক চালু, অতিরিক্ত বাস সার্ভিস, টার্মিনালে ভিজিলেন্স টিম, বিআরটিএ’র নিয়ন্ত্রণ কক্ষ চালুসহ আরও কিছু উদ্যোগ এবার যাত্রী-ভোগান্তি কমাবে বলে মনে করছেন কর্তারা।



শুধু তাই নয়, উৎসবকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সড়কের সংস্কার কাজও হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সম্পর্কে বিস্তারিত জানান। এছাড়া, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সমন্বিত উদ্যোগের তথ্য জানানো হয়।

ঈদযাত্রা নির্বিঘ্নে ১২ মন্ত্রণালয়-বিভাগ
মন্ত্রী জানান, সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য, বাণিজ্য, স্থানীয় সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেতু, সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এরইমধ্যে অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগ তাদের আওতাধীন অফিসগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।

চন্দ্রা-নবীনগরের ঝুঁকি লাঘব
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রার অতিরিক্ত যানজট ও ঝুঁকি লাঘবে নতুন বাইলেন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেতুমন্ত্রী নবনির্মিত এ বাইলেনের উদ্বোধন করেন।

চন্দ্রাকে এবার অনেক প্রশস্ত করে তিনগুণ করা হয়েছে। নবীনগরের ঝুঁকিপূর্ণ মোড়ের সংস্কারও হয়েছে।

মন্ত্রী ও কর্মকর্তারা দাবি করছেন, কখনও হঠাৎ দু’টি বাস একসঙ্গে চলতে চাইলে বা ড্রাইভার গাড়ি ব্রিজের উপর তুলে দিলে সমস্যা হবে, নতুবা এসব স্থান নির্বিঘ্ন থাকবে।

ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়েও নতুন করে কিছু কাজ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর তদারকিতে তিনি সেখানে গিয়েছেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছেন।

তিনি জানান, সেখানকার চারটি পয়েন্টে নিউজার্সি ব্যারিয়ার থাকবে, এর কাজ ৯৯ শতাংশ হয়েও গেছে।

ঈদে যান-চাপ কমাতে ২ বিকল্প সড়ক
ঈদ উপলক্ষ্যে ঢাকায় আসা-যাওয়ার পথে যানবাহনের চাপ কমাতে দু’টি বিকল্প সড়ক চালু হয়েছে।

এর একটি, হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু। অপরটি মিরপুর বাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া।

ছোট ছোট যানবাহন চালকরা বিকল্প এ সড়ক দু‘টি ব্যবহার করতে পারবেন।

২২-৩০ সেপ্টেম্বর সিএনজি স্টেশন সার্বক্ষণিক
ঈদকে কেন্দ্র করে আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর মোট নয় দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বিআরটিসি’র স্পেশাল সার্ভিস সারাদেশে
ঈদ উপলক্ষে বিআরটিসি সারাদেশে স্পেশাল বাস সার্ভিস পরিচালনা করছে। ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসি’র সকল ডিপো থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

ঈদে বিআরটিসি’র মোট ১ হাজার ৪৩টি গাড়ি সারাদেশে চলবে। অতিরিক্তি ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।

২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন ২৪ ঘণ্টা ঢাকার এলেনবাড়ির বিআরটিএ’র সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

এ কক্ষের টেলিফোন নম্বর- ৯১৩০৬৬২ এবং মোবাইল নম্বর- ০১৯৬৬৬২২০১৯। নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পারসন হিসেবে সার্বিক দায়িত্বে থাকবেন যুগ্ম-সচিব মো. আব্দুল মালেক। তার মোবাইল নম্বর- ০১৭৩০৭৮২৯৪৬।

রাজধানীর ৪ বাস টার্মিনালে ভিজিলেন্স টিম
ঈদে রাজধানীর প্রধান চারটি বাস টার্মিনালে থাকছে ভিজিলেন্স টিম। অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী-মালামাল বহন, যাত্রী হয়রানি রোধে কাজ করবেন এ টিমের সদস্যরা।

বিআরটিএ, ডিএমপি, সিটি কর্পোরেশন, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ টিমে থাকছেন। টার্মিনালগুলোতে ব্যানারঘেরা একটি নির্দিষ্ট কক্ষ থেকে তারা কার্যক্রম পরিচালনা করবেন।

২৫ মনিটরিং টিম
ঈদযাত্রায় মহাসড়কগুলো নির্বিঘ্ন রাখতে একে একে ছয়টি উদ্যোগ পালনে কঠোর অবস্থানে থাকছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দু’জন অতিরিক্ত সচিবের তত্ত্বাবধানে ২৫টি মনিটরিং টিম ব্যস্ত থাকছে মহাসড়ক নির্বিঘ্ন রাখার কাজে।

সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ফেরি সার্ভিস ও মহাসড়কে নেটওয়ার্ক সংরক্ষণ, মেরামত ও সংস্কার করে যানচলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত রাখতে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে ২৫টি মনিটরিং টিম। সেসব মনিটরিং টিমের কার্যক্রম আবার তত্ত্বাবধান করছেন মন্ত্রণালয়ে দুই অতিরিক্ত সচিব। তারা হলেন- পূর্বাঞ্চলে (ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. ফারুক জলীল (০১৯৭১৭০০৩০৭) এবং পশ্চিমাঞ্চলে (খুলনা,
বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) মো. জাহাঙ্গীর আলম (০১৭২০৪৭৫০৪২)।

মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি বন্ধ ৭ দিন
জনস্বার্থে ও যানজট নিরসনে মহাসড়কে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কোরবানির পশু, কাঁচা চামড়া, জ্বালানি বহনকারী যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সার্বক্ষণিক টোলপ্লাজা
যানজট এড়াতে মহাসড়কের সব টোলপ্লাজা সার্বক্ষণিক খোলা থাকবে।

ধীরগতির যানমুক্ত মহাসড়ক
ঈদে জাতীয় ২২ মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পুসহ সকল অযান্ত্রিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

মহাসড়কে পশুর হাটের ইজারায় শাস্তি
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ওপর বা খুব কাছে কোরবানির পশুর হাট বসানোর ইজারা দেওয়া যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গার্মেন্টস ছুটির শুরু-শেষ একদিনে নয়
ঈদে গার্মেন্টসগুলোর ছুটি শুরু ও শেষের তারিখ ভিন্ন রাখতে মালিকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গার্মেন্টসগুলোতে একই দিনে ছুটি শুরু ও একই দিনে ছুটি শেষ হলে একই সময়ে সড়কপথে যাত্রী যাতায়াতের অতিরিক্ত চাপ পড়ে। তাই ঈদের সময় একইদিনে ছুটির শুরু ও শেষ না করে ভিন্ন ভিন্ন দিনে দিতে মালিকদের সংগঠনগুলোকে অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে  এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমই বরাবর অনুরোধের চিঠিও পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ে ঈদকেন্দ্রিক যাতায়াতের সার্বিক বিষয়ে আলোচনা-পর্যালোচনা হয় কয়েক দফায়। সর্বশেষ ১৫ সেপ্টেম্বরের সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় এবং সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমআইএইচ/এসকেএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।