সিলেট: হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়া ৪১ জন প্রতারিত হজযাত্রী সিলেট শহরের গার্ডেন টাওয়ারে অবস্থিত মোহাম্মদিয়া ট্রাভেলস অবরোধ করে রেখেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় অবরোধ করে সেখানে অবস্থান করছেন তারা।
হজে পাঠানোর নামে এসব যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করে ট্রাভেলসটির মালিক মোহাম্মদ কবির আহমদ পলাতক রয়েছেন।
এর প্রতিবাদে ক্ষুব্ধ হজযাত্রী এবং তাদের স্বজনরা মোহাম্মদিয়া ট্রাভেলসটি অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে।
এ সময় আব্দুল আহাদ নামে ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন তারা।
ভোক্তভোগীরা জানান, মোহাম্মদিয়া ট্রাভেলস বৃহস্পতিবার এই ৪১ জন হজযাত্রীর ফ্লাইট দেওয়ার কথা। সিডিউল মোতবেক তারা হজে যাওয়ার জন্য বিমানবন্দর গিয়ে ফিরে আসেন। এরপর দিনভর তারা ট্রাভেলস মালিককে খুঁজতে থাকেন। তাকে না অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তারা ট্রাভেলস অফিসটি ঘেরাও করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।
![](files/tra1_529188095.jpg)
সিলেট নগরীর মিরাবাজারের তাজুল মিয়াকে সস্ত্রীক হজে পাঠানোর জন্য ১২ লাখ টাকা নেন ওই ট্রাভেলসটি। তাদের মতো আরো ২১ জন হজযাত্রীর কাছ থেকে ৬ লাখ টাকা করে আদায় করেছে বলে বাংলানিউজকে অভিযোগ করেন তাজুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম।
একইভাবে রায়নগরের দ্বোহা মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার তাদের ফ্লাইট দেওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকে তারা ফিরে আসেন। এরপর ট্রাভেলস মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনলাইন কেটে দেন।
সিলেট সদর উপজেলার হজযাত্রী সাইফুল মিয়া জানান, বৃহস্পতিবার ফ্লাইটে ৪১ জন হজযাত্রীর ফ্লাইট দেওয়ার কথা। কিন্তু ফ্লাইট দিতে না পারায় যোগাযোগ করা হলে তারা ফোন বন্ধ করে দেয়। পরবর্তীতে ট্রাভেলস অফিসও বন্ধ রেখে তারা পালিয়ে যান।
উদ্ভুত পরিস্থিতিতে রাত ২টায় প্রতিষ্ঠাননের সত্ত্বাধিকারী কবির আহমদের ভগ্নিপতি ঘটনাস্থলে আসলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিক তার নাম পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে বলেন, হজযাত্রী ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে ট্রাভেলস মালিক মোহাম্মদ কবির আহমদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এনইউ/এবি