মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাহেন আলী (২০) নামে এক চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
রাহেন আলী গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিন্দুরকৌটা-কামারখালির মাঠের মধ্যে থেকে তাকে আটক করেন স্থানীয়রা।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, মোটরসাইকেলের মালিক কামারখালি গ্রামের গিয়াস উদ্দীন মোটরসাইকেলের সঙ্গে চাবি লাগিয়ে রেখেই পাশের একজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় ভ্যানচালক রাহেন আলী সুযোগ বুঝে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ধাওয়া করে তাকে আটক করে।
পরে স্থানীয়রা রাহেন আলীকে গণপিটুনি দিয়ে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমারের কাছে সোপর্দ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এবি