ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পার্বতীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে যশাই-আমবাড়ী সড়কের দন্ডপানি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


 
সাখাওয়াত পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামের মৃত মৌলভী মকবুল হোসেনের ছেলে।
 
এরআগে বিকেল সাড়ে ৩টায় বাড়ি থেকে পায়ে হেঁটে আমবাড়ী বাজারে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সাখাওয়াতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তার উপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়।
 
মোস্তফাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড সদস্য জিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।