বরিশাল: কোরবানির ঈদকে সামনে রেখে এবার বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আওতাধীন এলাকায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৭টি পশুর হাট বসতে যাচ্ছে।
এরইমধ্যে ২টি স্থায়ী হাট ছাড়াও ৫টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
বিসিসির হাট-বাজার শাখার তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বছর অস্থায়ী হাট বসানোর অনুমতি চেয়ে ৮টি আবেদন করা হয়। পরে ৫টির অনুমোদন দিয়েছেন তারা।
সড়ক ও মহাসড়কের ৫শ গজের মধ্যে অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে পশুর হাটের অনুমোদন দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, এসব স্থানে বা অনুমতি ছাড়া সিটি এলাকায় হাট বসালে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবার নগরীর অস্থায়ী পশুর হাটগুলোর অবস্থান হচ্ছে, ২৪নং ওয়ার্ডের রূপাতলী মোল্লা বাড়ির মাদ্রাসা সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন মাঠ, ২৫নং ওয়ার্ডের রূপাতলী পাওয়ার হাউজের পশ্চিম পাশে, কাউনিয়া টেক্সটাইল মোড় বালুর মাঠ, নবগ্রাম রোড যুবক হাউজিং মাঠ এবং সদর উপজেলা পরিষদের সামনে হাওলাদার বাড়ির বালুর মাঠ।
এছাড়া পোর্ট রোড (আধুনিক জবাইখানার উত্তর পাশে) গরুর হাট এবং বাঘিয়া আবহাওয়া অফিসের সামনে স্থায়ী গরুর হাট বসবে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসআর/