দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড়ে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ মমিনুল ইসলাম (৩৮) ও সাইফুল ইসলাম (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দিনগত রাত সাড়ে ১১টার সময় রামসাগর মোড় থেকে এদের আটক করা হয়।
আটক মমিনুল ইসলাম সদর উপজেলার মহরমপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও সাইফুল তাজপুর এলাকার মৃত রফিউদ্দিনের ছেলে ও আইনজীবীর সহকারী (মহুরী)।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর আব্দুল্লাহ আল মাহমুদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামসাগর মোড়ে অভিযান চালিয়ে এই দু’জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএ