বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্য থেকে ২৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- সুমাইয়া (১৬), মোস্তফা (৩৫), শিতেশ (৩৫), মোশারেফ (৪৫), রাফি (১০), মমতাজ (৪০), কাওছার (৩০), চানমিয়া, শ্যামল (২৫), বিকাশ (৫০), জেসমিন, মুন্নি (১৭), নুরুন্নাহার, মাহমুদ (২৬), আবুল হোসেন (৬০), রুপা (৪৫), মুন্নি (১৪), পারভিন (৩১), জাকির হোসেন (৪৫), লোপা (৪০), জাকির (৫০), ওমর (৬০), আব্দুল হাই (৪৮), মোকছেদ (৫৫), আনোয়ার (৩৫), ইসলাম (৫৫) ও খোকন (৬০)।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণকৃষ্ণ বাংলানিউজকে জানান, সকাল ৬টায় যাত্রীবাহী (বরিশাল-জ-১১-০০৩১) বাসটি পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে রওনা করে। সকাল ৮টার দিকে শহীদ আব্দুর রব সেতু অতিক্রমকালে যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সোনারগাঁও টেক্সটাইল মিলের সীমানা প্রাচীর ভেঙে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ ঘটনায় বাসের ভেতরে থাকা বেশিরভাগ যাত্রীই আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ২৭ জন আহত যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএ