ঝালকাঠি: ঝালকাঠিতে ১২ বোতল ফেনসিডিলসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনীরের ছোট ভাই কে এম মোস্তাক (৪২) ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, পটুয়াখালীর সবুজবাগ এলাকার বাসিন্দা জাহিদ হোসেন (৩৫) ও শাহাদাৎ (৩০)।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে এএসআই আজিজুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসআর