ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই নারীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে দুই নারীর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগে বিষপানে এক তরুণী ও খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সবুজবাগের বাসাবো এলাকার ওয়াহাব কলোনিতে রুমা আক্তার (১৯) তার স্বামী মারুফ মিয়ার সঙ্গে কলহের জের ধরে বিষপান করেন।



তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুইয়া পাড়ায় দুপুর ২টার দিকে রুপা আক্তার (১৫) নামে এক পোশাক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার বাবা আলী আকবর রুপার মৃত্যুর কারণ জানাতে পারেননি।

ঘটনা দুটি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।