ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা

মুশফিক সৌরভ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরের বান্দরোড ও বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সাগরদী বাজার থেকে রুপাতলী হয়ে দপদপিয়া সেতুর ঢাল পর্যন্ত সড়কের বেহাল দশা।

প্রতিদিনই কোনো না কোনো যানবাহন খাদে পড়ে বিকল হয়ে যাচ্ছে।

আর এটি চালু করতে সময় লাগছে কয়েক ঘণ্টা।

অনেক ক্ষেত্রে পুলিশের উদ্ধারকারী রেকার এনে তারপর যানবাহনগুলোকে উদ্ধার করা হচ্ছে।

এ সড়কের প্রায় সর্বত্রই ছোট-বড় বহু গর্ত রয়েছে। যা মেরামত না হওয়ার কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

অপরদিকে বরিশাল-পটুয়াখালী সড়কের ওই অংশ হয়ে ঢাকা থেকে যাত্রীবাহী পরিবহন, মালবাহী ট্রাক শুধু পটুয়াখালী বা কুয়াকাটা নয়, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছে।

আসন্ন ঈদুল আযহার কারণে বাগেরহাট ও খুলনা জেলা থেকে বরিশাল জেলার বিভিন্ন হাটে গরুবাহী ট্রাক আসা যাওয়া করছে।

এক্ষেত্রে সড়কের মাঝে পরিবহন বিকল হয়ে যাওয়ায় সৃষ্ট হচ্ছে যানজটের॥

স্থানীয় বাসিন্দা রোকনউজ্জামান জানান, বৃষ্টির কারণে সড়কের এ বেহাল দশা। ছোট খাটো দুর্ঘটনা আর সড়কের মাঝে যানবাহন আটকে পড়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ফলে সৃষ্ট হয় যানজটের যা থেকে মুক্তি চায় সবাই।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব জানান, সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মালবাহী একটি ট্রাক রুপাতলী বাসস্ট্যান্ডের একটু আগে মহাসড়কের খাদে পড়ে আটকে যায়। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধারের জন্য কাজ করে ট্রাকের চালক ও শ্রমিকরা।

কিন্তু কোনো ফলাফল না হওয়ায় রেকারের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। এর আগেও এ সড়কে বেশ কয়েকটি মালবাহী ট্রাক খাদে পড়ে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন।

এক কিলোমিটার সড়কের জন্য এ রুটে চলাচলকারীদের বিড়ম্বনায় পড়তে হয় বলে জানিয়েছেন পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা।

এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ জানান, দ্রুত এ সড়কের মেরামতের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।