যশোর: যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মুখোশ পরা পাঁচ-ছয়জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দু’জন নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে ফেলে। পরে তারা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএ