ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী দুটি ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা (৪০) ট্রাক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসষ্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক অজয় দাস বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুর থেকে বরিশালগামী একটি ট্রাককে একইদিকে যাওয়া অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। চালকের মরদেহ ভাঙ্গা থানায় রয়েছে। তবে ট্রাকের হেলপার পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিএস