ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মেঘনা সেতুর উভয় প্রান্তে যানজট

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মেঘনা সেতুর উভয় প্রান্তে যানজট (ফাইল ফটো)

মুন্সীগঞ্জ: যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উভয় প্রান্তে ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। এতে প্রচণ্ড তাপদাহে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রী সাধারণ।



শুক্রবার (সেপ্টেম্বর) সকাল থেকে সৃষ্ট এ যানজট পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ভবেরচর ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, যানবাহনের চাপ বেশি থাকায় এবং মেঘনা সেতুটি সরু হওয়ায় এ যানজট দেখা দিয়েছে। বর্তমানে যানবাহন গুলো ধীর গতিতে চলাচল করায় যানজট পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।