ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সন্ত্রাসী জনিসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে সন্ত্রাসী জনিসহ আটক ৯ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জনিসহ ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বেলা ১১টায় আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, আটকদের মধ্যে জনিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে পিস্তলসহ আটক করা হয়। এছাড়া যাত্রাবাড়ীতে অপর অভিযানে দেশ‍ীয় অস্ত্র ও ২টি প্রাইভেটকারসহ ডাকত চক্রের ৮ সদস্যকে আটক হয়।

শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।