ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে স্যুটকেসবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
খিলক্ষেতে স্যুটকেসবন্দি মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের একটি বাড়ির কক্ষ থেকে স্যুটকেসবন্দি জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর দৈনিক বণিক বার্তা পত্রিকার মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে খিলক্ষেতের বোর্ডগার্ড নামাপাড়া এলাকায় লেহাজ উদ্দিনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন-রাকিব, রায়হান ও ফাহিম।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জাহাঙ্গীর আলম দু’দিন থেকে নিখোঁজ ছিলেন। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি থকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যার বিষয়টি জানা যায় বলে জানিয়েছেন ওসি শহিদুল হক।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫ (আপডেট: ১২৫০ ঘণ্টা)
এজেডএস/জেডএফ/এনএইচএফ/এসইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।