সাভার (ঢাকা): শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধসহ বেতনের সমপরিমাণ ঈদ বোনাসের দাবি জানিয়ে সাভারে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করেন শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা জানান। এছাড়া বেতনের সমপরিমাণ ঈদ বোনাসের দাবিও জানান তারা।
এ সময় বক্তারা ঈদের আগেই প্রতিটি কারখানায় বেতন পরিশোধের পাশাপাশি ঈদ বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানান।
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম খোকনসহ কয়েকটি কারখানার শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএনএইচ/জেডএস