ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রাজশাহীতে ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু শনিবার

রাজশাহী: রাজশাহীতে চার দিনব্যাপী ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু হচ্ছে শনিবার।

ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এ উৎসব শুরু হচ্ছে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া এ উৎসব ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মনোরঞ্জন নদী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য উৎসবে বিশ্বভারতীর স্বস্তিকা মুখোপাধ্যায়, কলকাতার ওড়িশা নৃত্য শিল্পী দেবারতি গোস্বামী, গজল ষিল্পী সন্তোষ কুমার মিশ্র, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শঙ্করী মৃধাসহ ভারতীয় শিল্পীরা অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

এছাড়া উপমহাদেশের কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী পণ্ডিত অমরেশ রায়চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

স্বাগত বক্তব্য দেবেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।