ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

তাজিকিস্তানে তাসান্নো অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ দূতাবাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
তাজিকিস্তানে তাসান্নো অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ দূতাবাস

ঢাকা: তাজিকিস্তানের জনপ্রিয় খাদ্য ও সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে ‘তাসান্নো-২০১৫’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ১৬ সেপ্টেম্বর দেশটির কাউন্সিল অব ফ্রেন্ডশিপ সোসাইটি এ উৎসবের আয়োজন করে।

উ‍ৎসবে দেশটিতে নিযুক্ত সব দূতাবাস অংশ নেয়। উৎসব ও ‘তাসান্নো’র মূল উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জাতীয় ঐতিহ্য ও সঙস্কৃতি এবং রান্নার অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি করা।

বাংলাদেশি রান্না, সংস্কৃতি ও ঐতিহ্যকে জনপ্রিয় করতে বাংলাদেশ দূতাবাস উৎসবে বিভিন্ন দেশীয় খাবার, কাপড় ও ছবি প্রদর্শন করে।

এতে হাজারো উজবেক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দেশটির সরকারি কর্মকর্তারা বাংলাদেশি খাবারের স্বাদ নেন।

উৎসব শেষে বাংলাদেশের রাষ্ট্রদূতের স্ত্রী ড. নজহাত আমিন মান্নান তাসান্নো-২০১৫ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।