ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সন্দ্বীপের স্কুলছাত্রীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সন্দ্বীপের স্কুলছাত্রীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার রহমতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলাম নাদিয়াকে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে আমরা সন্দ্বীপবাসীসহ কয়েকটি সংগঠন।   

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা জানান, সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত না করায় এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

বক্তারা আরো জানান, আইনকে অপরাধীর পক্ষে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করে আইনের শাসন বাস্তবায়নের আশা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে অবিলম্বে ওই স্কুলছাত্রীকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দীন মিশন, সন্দীপ সমিতির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এজেডকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।