ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন মাজার এলাকায় ট্রাকের চাপায় সারামনি (৪) নামে একটি শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারামনি কাঠিপাড়া গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইউম বাংলানিউজকে জানান, দুপুরে মায়ের সঙ্গে নিজ বাড়ি কাঠিপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশে মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন মাজার এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক পর হচ্ছিল সারামনি। এ সময় সে মায়ের হাত ছেড়ে দৌড় দিলে পিরোজপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত হয়।
স্থানীয়দের সহযোগিতায় (ঢাকা মেট্রো-ট-১৬-৪৬৯৩) ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/আরএ